সিলেট-২ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেছেন, অনেকে মনে করতে পারেন, আওয়ামী লীগের মতো বড় দল নির্বাচনে না থাকায় আমাদের বিজয় সুনিশ্চিত। কিন্তু সেটি সঠিক নয়। আমাদের প্রতিপক্ষ দৃশ্যমান নয়—তারা অদৃশ্য শক্তি। দৃশ্যমান শক্তির সাথে লড়াই করা সহজ কিন্তু অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করা কঠিন।
আজ শুক্রবার বিকেলে ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইকবাল আহমেদ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অদৃশ্য শক্তি’ মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইলিয়াসপত্নী লুনা বলেন, “দৃশ্যমান প্রতিপক্ষের সঙ্গে লড়াই সহজ, কিন্তু অদৃশ্য শক্তি কোথায় কাজ করছে, কীভাবে সক্রিয় হচ্ছে—তা বোঝা যায় না। তাই আমাদের প্রতিপক্ষকে শক্তিশালী ধরে নিয়ে প্রস্তুতি নিতে হবে।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দলের বদনাম হয় কিছু মানুষের কারণে। কিছু সুবিধাবাদী ব্যক্তি কৌশলে দলে ঢুকে পড়ে। কিন্তু জনগণ জানে, কে সত্যিকারের উন্নয়ন করতে পারে আর কে প্রতারণা করে। আপনারা কোনো প্রলোভনে পা দেবেন না, কেউ অন্যায় করলে তাকে প্রতিহত করবেন—দল তার দায় নেবে না।
বিএনপির উন্নয়ন দর্শনের কথা তুলে ধরে লুনা বলেন, “বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আমার স্বামী ইলিয়াস আলী যখন সিলেট-২ আসনের সংসদ সদস্য ছিলেন, তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী এবং তারেক রহমান ছিলেন তাঁর সহযোগী। তাদের সহায়তায় ইলিয়াস আলী এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেছিলেন।
তিনি অভিযোগ করেন, “বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে লুটপাট করেছে। ইলিয়াস আলীর করা শত শত রাস্তা আজ ভাঙাচোরা। এমনকি সংস্কার পর্যন্ত হয়নি।
ওসমানীনগরের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে লুনা বলেন, ৫ আগস্টের পর আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, ওসমানীনগর উপজেলায় সবচেয়ে বেশি রাস্তা রয়েছে, কিন্তু বাজেট সীমিত। তবে সিলেট জেলা প্রকৌশলী অফিসের সুপারিশে চারটি রাস্তা সংস্কারের অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে।
তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা নিয়ে বলেন,বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে। আমাদের লক্ষ্য জনগণের উন্নয়ন নিশ্চিত করা এবং ইলিয়াস আলীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা।
বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. তছন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাহিন হোসেন এবং উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী সফির যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ময়নুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, যুগ্ম সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।


















