সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের অভ্যন্তরের পার্কিং এলাকায় সরকারি একটি অ্যাম্বুলেন্সে মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে কুমারগাঁও বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কে রাখা একটি বাসেও আগুন ধরিয়ে দেয় তারা। সৌভাগ্যক্রমে এ ঘটনাগুলোতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশের একটি সূত্র জানায়, দুর্বৃত্তদের শনাক্তে এখন মূল ভরসা শহরের বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ। হামলায় অংশ নেওয়া সবাই হেলমেট পরা অবস্থায় ছিল, যা তাদের চিহ্নিত করাকে আরও কঠিন করে তুলেছে।
হাসপাতাল সূত্রের তথ্যে জানা যায়, রাত আড়াইটার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন দুর্বৃত্ত হাসপাতালের মূল ফটকের সামনে এসে থামে। এ সময় একজন হাতে দুই লিটারের প্লাস্টিকের বোতল নিয়ে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর আরেকজন তার সঙ্গে যোগ দেয়। তারা পরিকল্পিতভাবে পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্সে দাহ্য পদার্থ ছিটিয়ে মুহূর্তের মধ্যেই আগুন ধরিয়ে দেয়। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যায় তারা।


















