পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ কিনে ফেরার পথে নৌ-পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাসেল খান (৩৫) নামের এক ব্যক্তি। রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে। নিখোঁজ রাসেল খান উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের ইউসুফ খানের ছেলে।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ মৌসুমে ইলিশ মাছ ক্রয় করে চারজন একটি নৌকায় করে ফিরছিলেন। তেঁতুলিয়া নদী থেকে কালাইয়া ইউনিয়নমুখী আলোকি খালে প্রবেশের সময় নৌ-পুলিশের টহল দল দেখতে পেয়ে আতঙ্কে রাসেল নদীতে ঝাঁপ দেন। এ সময় তাঁর সঙ্গে থাকা দুইজন পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান।
পরে নৌ-পুলিশ মানবিক কারণে একজনকে মাছসহ পেলেও কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন ফাঁড়ির কর্মকর্তারা।
কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন জানান, “ঘটনার পর থেকেই আমরা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। ডুবুরি দল সকাল থেকে নদীতে অনুসন্ধান চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পানির স্রোত ও গভীরতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এলাকাবাসী ঘটনাটি নিয়ে শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।


















