সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেছেন, ইসলাম হচ্ছে মুসলমানদের জন্য সার্বজনীন একটি ধর্ম। এটি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।“যারা ইসলামকে সামনে রেখে নিজেদের ইসলামী দল বলে রাজনীতি করছে, তাদের সম্পর্কে বিবেচনা রাখবেন। কেন তারা ইসলামকে রাজনীতিতে ব্যবহার করছে—এটা ভেবে দেখুন। তাদের কাছে বলার মতো অন্য কিছু অবশিষ্ট নেই বলেই তারা ইসলামকে ব্যবহার করছে।
সোমবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে উপজেলা শ্রমিকদল আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদী লুনা আরও বলেন, ইসলামের যে জীবনবিধান, পবিত্র কুরআন শরীফ, সেটি আল্লাহতায়ালা আমাদের মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে নাজিল করেছেন। আমরা কুরআনের তরজমা পড়ে জানতে পারি, কীভাবে জীবন গঠন করলে পরকালে শান্তি বা বেহেশত লাভ করা যায়। কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমাদের এই শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই।
নির্বাচনকে সামনে রেখে তিনি সতর্ক করে বলেন, প্রতি নির্বাচনের সময় দেশে ষড়যন্ত্র শুরু হয়। এই ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। আপনারা প্রত্যেকেই নিজেদের প্রার্থী মনে করে কাজ করবেন। প্রতিটি ভোট যাতে কেন্দ্রে আসে, তা নিশ্চিত করতে হবে। ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না। ঘরে বসে থাকলে চলবে না এবং প্রতিপক্ষকে ছোট ভাবাও ঠিক নয়। বিজয়ের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকতে হবে।
শ্রমিকদের দাবি-দাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিক ভাইয়েরা যে দাবি-দাওয়া করেছেন, বিএনপি সরকার গঠন করলে তা বিবেচনা করা হবে। খেটে খাওয়া মানুষের নেতা এম ইলিয়াস আলী শ্রমিকদের কথা বিবেচনা করে সিলেট-২ আসনে রাস্তাঘাট নির্মাণসহ গ্রামকে শহরে রূপান্তরিত করেছিলেন। কিন্তু বর্তমান সরকার ইলিয়াস আলীর করা উন্নয়ন কর্মকাণ্ডের সংস্কারও করেনি। বরং উন্নয়নের টাকা লুটপাট করে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা বিদেশে বাড়ি-গাড়ি কিনে বিলাসবহুল জীবনযাপন করছে।
তিনি আরও বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার পর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি সিলেট-২ আসনের দায়িত্ব গ্রহণ করি। তখন থেকেই আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। বিএনপি উন্নয়নে বিশ্বাসী একটি দল। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন হয়েছে। আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ উন্নয়ন ও ন্যায়বিচার ফিরে পাবে এবং সিলেট-২ আসনে ইলিয়াস আলীর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাহেব আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ ময়নুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোজাহিদুল ইসলাম, সহ সভাপতি আব্দুল হাকিম,শাহ এহিয়া,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির,দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু,উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, সেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ রকিব আলী, ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ১১ টায় দয়ামীর বাজারে এবং ১২ টায় তাজপুর কদমতলায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা।


















