সিলেট বিভাগের চার জেলায় ৩৯টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে এবারও লটারির মাধ্যমেই এসব পদায়ন সম্পন্ন করেছে পুলিশ সদর দপ্তর। মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের একটি উচ্চপদস্থ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সম্প্রতি সারাদেশের মোট ৫২৭ থানায় লটারির মাধ্যমে নতুন ওসি পদায়ন করা হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের ৩৯টি থানার নাম রয়েছে।
সিলেট জেলায় পদায়নপ্রাপ্ত ওসিরা
- কোম্পানীগঞ্জ: মোহাম্মদ সফিকুল ইসলাম খান
- গোয়াইনঘাট: মোহাম্মদ আব্দুল আহাদ
- জকিগঞ্জ: মোহাম্মদ আব্দুর রাজ্জাক
- বালাগঞ্জ: মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া
- বিশ্বনাথ: গাজী মো. মাহবুবুর রহমান
- গোলাপগঞ্জ: মো. আরিফুল ইসলাম
- বিয়ানীবাজার: মো. ওমর ফারুক
- ওসমানীনগর: মো. মুর্শেদুল হাসান ভূঁইয়া
- জৈন্তাপুর: মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা
- কানাইঘাট: মো. আমিনুল ইসলাম
- ফেঞ্চুগঞ্জ: আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির
সুনামগঞ্জ জেলায়
- শাল্লা: মো. রকিবুজ্জামান
- দোয়ারাবাজার: তরিকুল ইসলাম তালুকদার
- সুনামগঞ্জ সদর: মো. রতন শেখ
- দিরাই: এনামুল হক চৌধুরী
- মধ্যনগর: একেএম শাহাবুদ্দিন শাহিন
- জামালগঞ্জ: মো. বন্দে আলী
- ছাতক: মোহাম্মদ মিজানুর রহমান
- জগন্নাথপুর: মো. শফিকুল ইসলাম
- ধর্মপাশা: মো. শহীদ উল্লাহ
- শান্তিগঞ্জ: মো. ওলি উল্লাহ
- বিশ্বম্ভরপুর: জাহিদুল ইসলাম
- তাহিরপুর: মো. আমিনুল ইসলাম
হবিগঞ্জ জেলায়
- নবীগঞ্জ: মো. মুনায়েম মিয়া
- শায়েস্তাগঞ্জ: মো. আবুল কালাম
- হবিগঞ্জ সদর: মো. দেলোয়ার হোসেন
- মাধবপুর: মো. মাহবুব মুর্শেদ খান
- বাহুবল: মো. সাইফুল ইসলাম
- চুনারুঘাট: শফিকুল ইসলাম
- বানিয়াচং: শরিফ আহমেদ
- আজমিরীগঞ্জ: আকবর হোসেন
- লাখাই: মো. জাহিদুল হক
মৌলভীবাজার জেলায়
- রাজনগর: মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া
- বড়লেখা: মো. মনিরুজ্জামান খান
- কুলাউড়া: মনিরুজ্জামান মোল্লা
- মৌলভীবাজার সদর: মো. সাইফুল ইসলাম
- শ্রীমঙ্গল: শেখ জহিরুল ইসলাম মুন্না
- কমলগঞ্জ: মো. আব্দুল আওয়াল
- জুড়ী: দিলীপ কান্তি নাথ


















