গ্লোবাল সিলেট নিউজ ডেস্ক-
আজ শনিবার (১৮ অক্টোবর) সিলেটের পানসী ইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’ সিলেট জেলার পরিচিতি সভা। সংগঠনের নবগঠিত জেলার আহবায়ক কমিটিকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠকবৃন্দ, সিলেট মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী খায়রুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কামরুল আরিফ চৌধুরী ও বাগছাসের কেন্দ্রীয় সদস্য সুরাইয়া সারা। তারা সকলেই নবগঠিত সিলেট জেলা জাতীয় যুবশক্তির নতুন সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আলী হুসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা যুবশক্তির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব শাহ শামীম আহমেদ অপু। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব (অর্থ) আবিদ হাসান খান। এরপর স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়র সংগঠক হাসান আহমদ চৌধুরী মাজেদ।
পরিচিতি সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা এনসিপি নেতা কামরুল আরিফ। তিনি জাতীয় যুবশক্তি সিলেট জেলা শাখাকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী খায়রুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, “যোগ্য লোকেরাই জাতীয় যুবশক্তিতে স্থান পেয়েছে।” তিনি এনসিপির হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং প্রত্যেক যুবশক্তি কর্মীকে “একজন সিপাহসালার” হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো সংগঠনের কেন্দ্রীয় তিন সংগঠকের দিকনির্দেশনামূলক বক্তব্য। তারা হলেন মাহবুবুর রহমান তাসলিম, শাহরিয়ার ইমন সানি এবং আলী হুসেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের লক্ষ্য, নীতি ও কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা জেলা নেতৃবৃন্দকে নির্দেশ দেন আগামী ১০ নভেম্বরের মধ্যে সিলেট জেলার সকল উপজেলায় সমন্বয় সভা আয়োজন ও উপজেলা কমিটি গঠন সম্পন্ন করার জন্য।
পরিচিতি সভার শেষ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় যুবশক্তি নবগঠিত আহবায়ক কমিটির আহ্বায়ক শেখ জাবের। তিনি বলেন, “সংগঠনের প্রত্যেক সদস্য একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে জাতীয় যুবশক্তি সিলেটে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।” তিনি নেতাকর্মীদের সংগঠনের প্রতি আস্থা রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরিচিতি সভাটি ছিল এক প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক আয়োজন, যেখানে ঐক্য, সংগঠন ও নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।


















