একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ জানুয়ারি তাকে আদালতে হাজির করতে হবে।
রবিবার ট্রাইব্যুনাল-১–এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আদেশ দেওয়া হয়। প্রসিকিউশনের আবেদনের পর এ নির্দেশ আসে।
জুলাই অভ্যুত্থানের পর গত বছরের ১৭ সেপ্টেম্বর ঢাকার বনানী এলাকা থেকে শাহরিয়ার কবিরকে আটক করা হয়। এরপর আন্দোলন-সংশ্লিষ্ট কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তখন থেকেই তিনি কারাগারে।
মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি এবং শিশুসাহিত্যের জন্য পরিচিত শাহরিয়ার কবির একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাকালীন পর্যায় থেকেই যুক্ত ছিলেন। ১৯৯৪ সালে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুর পর তিনি কমিটির সভাপতি হন এবং ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে উপদেষ্টামণ্ডলীর সভাপতি হিসেবে কাজ করছিলেন।
গত বছরের ২০ আগস্ট হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করেন। সেই মামলার অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির।


















