সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, এই ভাটিঅঞ্চলের জনপদ শিক্ষা চিকিৎসা থেকে পিছিয়ে রয়েছে।
স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও দিরাই-শাল্লা এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। এলাকার উন্নয়নের স্বার্থে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
শুক্রবার(৩১ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শাহজালাল বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অ্যাডভোকেট পাবেল বলেন, ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। দিরাই উপজেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়ে রাজনীতির পথচলা শুরু করি। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের সুসময়-দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম। ফ্যাসিস্ট সরকারের মামলাহামলা ও নির্যাতনের সময়েও একজন আইনজীবী হিসেবে আইনি সহায়তা দিয়েছি।
তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ আর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই আমাদের লক্ষ্য। তিনি বলেছেন— অবহেলিত অঞ্চলগুলোর উন্নয়ন হবে অগ্রাধিকার ভিত্তিতে। তাই দিরাই-শাল্লার উন্নয়নে আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সালিশ ব্যক্তিত্ব আবু হানিফ এবং পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবুল সরদার ও আবু সাঈদ, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন মিলাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু ও দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া। সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















