সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৬টি চোরাই মোবাইল উদ্ধার এবং জিয়াউর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) রাত ৮টা ৩০ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানাস্থ সুনামগঞ্জগামী সড়কের পাশে জালালাবাদ পেট্রোল পাম্পের সামনে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চোরাই মোবাইলসহ জিয়াউর রহমানকে আটক করা হয়। তিনি করিমগঞ্জ উপজেলার সাদ্যরাশির বাসিন্দা—পিতা আব্দুস সাহিদ ও মাতা আফিয়া বেগম।
উদ্ধারকৃত মোবাইলসমূহ:
মোট ১৬টি মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা। উদ্ধারকৃত ফোনের মধ্যে রয়েছে—
- Redmi – ৭টি
- Oppo – ৪টি
- Samsung – ২টি
- Huawei – ১টি
- Tecno Pop – ১টি
- T-Mobile – ১টি
ফোনগুলো জব্দ তালিকামূলকভাবে উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
ঘটনাটির পরিপ্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৩৪, তারিখ: ১৫/১১/২০২৫, ধারা: পেনাল কোড ১৮৬০ এর ৩৭৯/৪১১/৩৪ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


















