পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের মম্বীপাড়া নতুনবাজার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত এবং দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দিবাগত ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় মসজিদের মুয়াজ্জিন নেছার উদ্দিন ফজরের আযান দেওয়ার সময় আগুনের লেলিহান শিখা দেখে মাইকযোগে এলাকাবাসীকে ডাকেন। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
মুয়াজ্জিন নেছার উদ্দিন বলেন, “ভোররাতে আযান দেওয়ার উদ্দেশ্যে মসজিদের পাশে আসতেই দেখি দোকানে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে মসজিদের মাইক দিয়ে সবাইকে খবর দিই। নতুনপাড়া বাজারের তিনটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। এমনকি মসজিদের দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. হাবিবুর রহমান বলেন, “আমার কাপড় ও জুতা-কসমেটিক্সের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
‘আল-আমিন ইলেকট্রনিক্স’-এর মালিক আল-আমিন বলেন, “আমার দোকানে সব ধরনের ইলেকট্রনিক পণ্য বিক্রি হতো। সবকিছু পুড়ে গেছে—প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঋণ করে দোকান দিয়েছিলাম, এখন পথে বসেছি।”
অন্যদিকে মুদি ও মনোহারি দোকানি মো. বাচ্চু বলেন, “আগুনে প্রায় ৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।”
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফয়সাল আহমেদ বলেন, “রাত সাড়ে চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনটি দোকান পুরোপুরি পুড়ে গেছে, তবে আশপাশের দোকানগুলো রক্ষা পেয়েছে।”
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, “ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেককে পাঠানো হয়েছে। আপাতত ক্ষতিগ্রস্তদের কিছু টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। পরিদর্শন প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।”


















