গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ লাঘব ও ন্যায়বিচার নিশ্চিত করতে শিগগিরই কলাপাড়ায় জাজেজ কমপ্লেক্স আদালত ভবন নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া অচিরেই নতুন ভাড়াটে বৃহৎ ভবনে আদালত স্থানান্তর করে বিচারিক কার্যক্রম শুরু হবে।
বুধবার দুপুরে কলাপাড়া চৌকি আদালতের নতুন ভাড়াটে ভবন পরিদর্শন শেষে উপজেলা বার ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারিক হাকিম মো. শহীদুল্লাহ।
তিনি বলেন, “বর্তমানে অল্প জায়গার ভাড়াটে ভবনে আইনজীবী, বিচারক ও বিচারপ্রার্থী মানুষের যথেষ্ট ভোগান্তি হচ্ছে। আগামী মাসেই বড় পরিসরের নতুন ভাড়াটে ভবনে আদালত স্থানান্তরের কাজ শুরু করা হবে। এতে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।”
তিনি আরও জানান, “শিগগিরই ১৪টি জেলায় নতুন জেলা জজ আদালত ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলাপাড়ায় জাজেজ কমপ্লেক্স আদালত ভবন নির্মাণের অনুমোদন ইতিমধ্যে হয়েছে, এর সুফল খুব দ্রুতই এখানকার মানুষ পাবে।”