সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
নির্যাতনের শিকার দৃষ্টি প্রতিবন্ধী জালাল মিয়া (২৫)। সে উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।
তিনি বলেন, নির্যাতনের শিকার দৃষ্টি প্রতিবন্ধী জালাল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মা শিরিয়া বেগম থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় নির্যাতনকারী আরফান আলীকে (৪২) নামে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদেরও ধরতে অভিযান চলছে।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়দেও উছমান আলীর ছেলে ইউনূস আলীর টাকা চুরি হয়। চোর সন্দেহে নদীতে নৌকায় ঘুমন্ত দৃষ্টি প্রতিবন্ধী জালালকে ধরে এনে মধ্যযুগীয় কায়দায় রশি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে নির্যাতন করে ইউনূস আলী ও তার সহোদর আরফান আলীসহ কয়েকজন।
নির্যাতনের শিকার দৃষ্টি প্রতিবন্ধী জালাল মিয়া বলেন, আমি চুরি করিনি। আমাকে ঘুম থেকে তুলে এনে নির্যাতন করা হয়েছে।


















