সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর রহমান (১৯) এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা সীমান্তের ১২৬০ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলার এলাকা থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গেলে ভারতীয় খাসিয়াদের গুলিতে আশিকুর ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। আশিকুরের লাশ বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
একই সময় সীমান্তসংলগ্ন ভারতের রাদনে এলাকায় মোশাঈদকে গুলি করে হত্যা করা হয়। নিহত মোশাঈদের মরদেহ বর্তমানে ভারতের টোকা ক্যাম্পে বিএসএফের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। বিএসএফ মোবাইল ফোনে বিজিবিকে বিষয়টি অবহিত করেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিজিবির বরাত দিয়ে জানান, সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মরদেহ বাংলাদেশে আনা হয়েছে, অন্যজনের মরদেহ আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চলছে।
এ বিষয়ে সিলেট-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অপরজনের মরদেহ কোথায় রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


















