রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়া চিকিৎসকদের ডাকে মাঝে মাঝে সাড়া দিচ্ছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড সার্বক্ষণিকভাবে তাঁর চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছে।
রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া
হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা গেছে, আগের তিন দিনের তুলনায় খালেদা জিয়ার অবস্থায় সামান্য ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। ডাক শুনে তিনি সাড়া দিচ্ছেন—এটিকে আশাব্যঞ্জক অগ্রগতি হিসেবে দেখছেন চিকিৎসকরা। যদিও তাঁর সার্বিক অবস্থা স্থিতিশীল হলেও বড় কোনো উন্নতি হয়নি।
রিজভী বলেন,
“বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। অবনতিশীল হয়নি, তবে উল্লেখযোগ্য উন্নতিও দেখা যায়নি।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,
“আমরা বিশ্বাস করি, তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। দেশবাসীর মতো আমাদেরও এই প্রত্যাশা।”
তারেক রহমানের সার্বক্ষণিক যোগাযোগ
সংবাদ সম্মেলনে জানানো হয়, খালেদা জিয়ার জটিল অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন। তিনি প্রায় প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসার সবদিক সমন্বয় করছেন।
রিজভী জানান,
“তারেক রহমান লন্ডনেও সেই হাসপাতালে যোগাযোগ করছেন, যেখানে আগে ম্যাডাম চিকিৎসা নিয়েছিলেন। এখানকার মেডিক্যাল বোর্ডের সঙ্গেও তাঁর নিয়মিত কথা হচ্ছে।”
দোয়া–প্রার্থনা অব্যাহত
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সারাদেশে দোয়া মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।
যে সব স্থানে দোয়া মাহফিল হয়েছে—
- বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ
- পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টার (ঢাকা মহানগর উত্তর বিএনপি)
- বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)
- সেগুনবাগিচার বাইতুল আকসা জামে মসজিদ
- স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ছাত্রদল, মিটফোর্ড হাসপাতাল মসজিদ
- নয়াপল্টন আনন্দ কমিউনিটি সেন্টার (ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি)
- গুলশান সোসাইটি মসজিদ (‘আমরা বিএনপি পরিবার’)
- অফিসার্স ক্লাব, ঢাকা
- ঢাকেশ্বরী মন্দির (বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ)
দোয়া–প্রার্থনায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।


















