◾ মু জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ চরখালী গ্রামে বজ্রপাতে দুটি গরু নিহত হয়েছে। নিহত গরুগুলো স্থানীয় কৃষক খালেক হাওলাদারের বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৩ জুলাই) বেলা আনুমানিক ১১টার দিকে বিলের মধ্যে ঘাস খাওয়ানোর সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাটি ঘটে। নিহত গরুর মধ্যে একটি ছিল গাভী ও অন্যটি বলদ।
গরুর মালিক খালেক হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে জানান, “প্রতিদিনের মতো আজও সকালে গরু দুটি ঘাস খাওয়াতে বিলের মধ্যে রেখেছিলাম। হঠাৎ বজ্রপাতের কারণে গরু দুটো মারা গেছে। বড় ধরনের ক্ষতির মুখে পড়লাম।”


















