গোয়াইনঘাট প্রতিনিধি-
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেটের গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে এই সমাবেশে বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন এবং সঞ্চালনা করেন সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক এডভোকেট নুর আহমদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন—
সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মালেক,
উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী,
সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল,
যুগ্ম আহবায়ক মোহাম্মদ হানিফ, রফিক আহমদ, মোহাম্মদ কামরুল হাসান, বেলাল আহমদ, জামাল উদ্দিন, ইসলাম আলী প্রমুখ।
বক্তব্যে সিলেট জেলা তাঁতী দলের অন্যতম যুগ্ম আহবায়ক মোহাম্মদ কামরুল হাসান বলেন,
“বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যারা আওয়ামী লীগের চাটুকার হিসেবে কাজ করেছে বা তাদের সঙ্গে আতাত করে বিভিন্ন কার্যকলাপ সেরেছে, তাদের যেন কোনো অবস্থাতেই কমিটিতে স্থান না দেওয়া হয়। একই সঙ্গে তিনি গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, জাতীয়তাবাদী পরিবারের অবহেলিত ও পদবঞ্চিত নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।”
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন—
এডভোকেট লিয়াকত আলী, জাহাঙ্গীর আলম, আজাদুর রহমান আজাদ, মাসুক আহমদ, শহীদ আহমদ মনি, আব্দুল মান্নান, সাইদুর রহমান, হাবিবুর রহমান, কাজী হালিম উদ্দিন, আব্দুর রব, মনজুর আহমদ, সাদেক আহমদ, শামীম আহমেদ, আব্দুস সালাম, সালমান আহমদ জমির উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁতীদলকে আরও শক্তিশালী ও সংগঠিত করাই এখন সময়ের দাবি।


















