বন্দরনগরী চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় আওয়ামী লীগের একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বন্দরনগরীতে জিপিওর বিপরীতে দোস্ত ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। এ ভবনেই চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্র জানায়, বিকেলে ৪০-৫০ জনের একটি দল দোস্ত ভবনের চতুর্থ তলায় যায় এবং তারা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এনসিপি নেতাদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাতে ওই অফিসে বৈঠক করে নগরজুড়ে নাশকতার পরিকল্পনা করছিল।
নগরীর অন্যতম পুরোনো দোস্ত ভবনে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের অফিস রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনুদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ওই ভবনে ভাঙচুর চালাচ্ছেন।


















