জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখা ছয় দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে।
শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি এ কর্মপরিকল্পনা প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি সিলেট জেলা কমিটির আহ্বায়ক মো. জুনেদ আহমদ। তিনি বলেন, ঐতিহ্য, সংস্কৃতি, আধ্যাত্মিকতা, প্রবাসী অবদান ও গণতান্ত্রিক চেতনার প্রাণকেন্দ্র সিলেট দীর্ঘদিন ধরে দেশের উন্নয়ন প্রবাহে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সিলেট এখনও পিছিয়ে—এ অবস্থার পরিবর্তনেই এনসিপি সিলেটে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে কাজ করছে।
তিনি জানান, এনসিপি সেবা-ভিত্তিক, নীতিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনীতিতে বিশ্বাসী এবং ব্যক্তিকেন্দ্রিক বা প্রতিশোধমূলক রাজনীতিকে প্রত্যাখ্যান করে। দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটও সমান উন্নয়ন বরাদ্দ ও সুযোগের দাবিদার—এ লক্ষ্যে জেলা আহ্বায়ক কমিটি নীতিনির্ধারক, নাগরিক সমাজ ও প্রবাসী কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
সিলেটের উন্নয়নে প্রবাসীদের অবদানকে “অমূল্য” উল্লেখ করে মো. জুনেদ আহমদ বলেন, রেমিট্যান্সের পাশাপাশি তাদের আধুনিক চিন্তা, অভিজ্ঞতা ও বিনিয়োগ সিলেটের সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
পরিশেষে তিনি এনসিপির ছয় দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সেগুলো হলো—
১) নাগরিক ফোরাম গঠন করে সিলেটের উন্নয়ন, সেবা ও জনদুর্ভোগ বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ;
২) তরুণদের গণতন্ত্র, নাগরিক অধিকার ও দায়িত্বশীল রাজনীতিতে সম্পৃক্ত করা;
৩) নাগরিক অধিকার, দুর্নীতিবিরোধী উদ্যোগ ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে নিয়মিত জনসংলাপ আয়োজন;
৪) প্রবাসী ও স্থানীয়দের নিয়ে ‘নাগরিক উন্নয়ন তহবিল’ গঠনের প্রস্তাবনা;
৫) পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান—এই চার খাতে জেলা পর্যায়ে নাগরিক অ্যাকশন প্ল্যান প্রণয়ন;
৬) অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক প্রতিবাদ অব্যাহত রাখা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব কামরুল আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।


















