পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে ফার্মগেট এলাকা থেকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর(বুধবার) রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেটের সামনে এই ঘটনা ঘটে।
বুধবার দুপুর থেকে শুরু করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করে। এরই প্রেক্ষিতে সেসব এলাকায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২৪৪ জন নেতাকর্মীকে আটক করে।
এসময় চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র নিয়ে দৌড়ে পালিয়ে যাবার কালে পুলিশের হাতে আটক হন পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সাগর। এসময় পুলিশ সাংবাদিকদের জানায়, দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে ছিনতাইকারী সন্দেহে ব্যাগসহ আটক করে। আটকের পর তল্লাশি করলে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এসময় পুলিশকে আরও বলতে শোনা যায়, উদ্ধারকৃত অস্ত্রটি ট্র্যাডিশনাল(গতানুগতিক) কোনো অস্ত্র নয়। এমনকি তিনি এমন অস্ত্র পূর্বে কখনও দেখেননি।


















