সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বেড়া নির্মাণকে কেন্দ্র করে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম শামীম মিয়া (৩৫)। তিনি একই গ্রামের আঙ্গুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির সামনে বেড়া দিচ্ছিলেন শামীম মিয়া। ওই সময় প্রতিবেশী মৃত এবায়ত উল্লার ছেলে রবিউল মিয়া অটোরিকশা নিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় বেড়ার সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর রবিউল তার ভাই রাহিম মিয়াকে সঙ্গে নিয়ে এসে শামীমের ওপর লোহার রড (সুলফি) দিয়ে হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শামীমকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। তবে পথেই রানীগঞ্জ ব্রিজ এলাকায় তিনি মারা যান।
গোতগাঁও গ্রামের ইউপি সদস্য মজুমদার আলী জানান, বেড়া দেওয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে শামীমকে আঘাত করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইন্তিয়াজ শামীম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


















