বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা বেলা দুইটার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এদিকে, বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে—রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং তারেক রহমানের সপরিবারে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে ঢাকাসহ সারা দেশের মসজিদে মসজিদে আজ জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।
এই দোয়ায় অংশ নিতে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মী এবং সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে।
১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে গণসংবর্ধনা গ্রহণের পর তিনি তার মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।
এর আগে, বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৪৩ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান।
ঢাকা বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় পৌঁছাতে সাধারণত আধা ঘণ্টার বেশি সময় না লাগলেও গতকাল তারেক রহমানের ক্ষেত্রে সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। রাস্তার দুই পাশে নেতা-কর্মী ও সমর্থকদের দীর্ঘ সারি এবং সাধারণ মানুষের ঢলে পুরো সড়কজুড়ে সৃষ্টি হয় ব্যাপক জনসমাগম। ১৭ বছর পর তার দেশে ফেরা দেখতে ও এই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার পথ ছিল লোকারণ্য।


















