ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণ করেছেন। এ সময় হলের সামনে নতুন নাম সংবলিত একটি ব্যানারও টানানো হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে হলটির নাম পরিবর্তনের দাবিতে পোস্ট দেওয়া হয়, যেখানে অন্য শিক্ষার্থীরাও সহমর্মিতা প্রকাশ করেন।
এদিকে, কিছু শিক্ষার্থী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ করার প্রস্তাবও তুলেছেন।
মুজিব হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ বলেন, শিক্ষার্থীরা একাধিকবার হলের নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে প্রশাসনিক জটিলতা ও বিভিন্ন প্রভাবের কারণে তা বাস্তবায়ন হয়নি বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদীর মৃত্যুর প্রেক্ষাপটে হলের নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হল সংসদের এজিএস মুশফিক তাজওয়ার মাহী বলেন, “আমরা মনে করি বিতর্কিত ব্যক্তির নামে হল থাকা উচিত নয়। তাই মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ শরিফ ওসমান হাদীর নামে নামকরণের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


















