বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চিঠিতে মোদী বলেন, খালেদা জিয়ার প্রয়াণ একটি ‘অপূরণীয় শূন্যতা’ সৃষ্টি করলেও তার আদর্শ, দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকবে। তিনি প্রত্যাশা প্রকাশ করেন, তারেক রহমানের দক্ষ নেতৃত্বে বিএনপি তার আদর্শ এগিয়ে নেবে এবং ভারত–বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারত্বকে আরও সমৃদ্ধ করতে তা ‘নতুন সূচনার’ পথ দেখাবে।
‘প্রিয় তারেক রহমান সাহেব’ সম্বোধনে লেখা চিঠিতে মোদী খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দৃঢ় প্রত্যয়ী ও অটল বিশ্বাসের এক বিরল নেতৃত্ব হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।
এ সময় বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা জানিয়ে মোদী বলেন, অভিন্ন মূল্যবোধ, গণতান্ত্রিক ঐতিহ্য ও জাতীয় ঐক্যের চেতনা দেশটিকে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে নেবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর আগে এক্সে শোক প্রকাশ করেন নরেন্দ্র মোদী। পরবর্তীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে ভারতের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।


















