আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এর অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই এলাকায় আয়োজিত এক জনসভায় অংশ নেন।
গজারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে তাদের দল কাজ করে যাচ্ছে। তিনি যুবসমাজকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর তরুণদের সক্রিয়ভাবে ভোট দিতে উৎসাহিত করেন। তিনি বলেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সিলেট-৬ আসনকে দুর্নীতিমুক্ত করতে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া প্রয়োজন।
সভাটি পরিচালনা করেন খ ইউনিটের সেক্রেটারি রুহুল আমীন এবং সভাপতিত্ব করেন আব্দুর রুফ।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির ফয়জুল ইসলাম, সেক্রেটারি আবুল কাশেম চৌধুরী, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলওয়ার হোসেন, লন্ডনপ্রবাসী সাবেক জামায়াত নেতা রুহুল আমীন আফাস, খ ইউনিটের সহ-সভাপতি ওলিউর রহমান এবং শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক খয়রুল ইসলাম।
বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক ও ইনসাফনির্ভর সমাজ গঠনে সিলেট-৬ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন উপযুক্ত প্রার্থী। তাই তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
লন্ডনপ্রবাসী রুহুল আমীন আফাস এবং ইতালি প্রবাসী হাশিম আহমদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত জনসভায় আরও উপস্থিত ছিলেন লাউতা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সাত্তার, উপজেলা পেশাজীবী ইউনিটের সভাপতি মাস্টার সেলিম উদ্দিন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মন্নান, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি তোফায়েল হাসান তোহা, উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের সেক্রেটারি আবু সাঈদ, জামায়াত নেতা কামরুল হুদাসহ স্থানীয় মুরব্বি, যুবক ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।


















