আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মার্কা যাই হোক, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন রুমিন ফারহানা।
তিনি বলেন, “আমি যা বলি, আমি তা-ই করি। ভালো-মন্দ যাই হোক, আপনারা পাশে থাকলে মার্কা যাই হোক, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।”
এ সময় তিনি আরও বলেন, “আপনারা পাশে থাকলে আমি বাংলাদেশ জয় করতে পারি, সরাইল-আশুগঞ্জকে নতুন রূপ দিতে পারি এবং আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে পারি।”
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানাসহ অর্ধডজন বিএনপি নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী থাকলেও এ আসনে বিএনপি এখনো দলীয় প্রার্থী ঘোষণা করেনি।


















