মো. বেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে সরকারি জেলেদের চাল আত্মসাৎ ও বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোশারেফ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ মৌসুমে ইলিশ মাছ ক্রয় করে চারজন একটি নৌকায় করে ফিরছিলেন। তেঁতুলিয়া নদী থেকে কালাইয়া ইউনিয়নমুখী আলোকি খালে প্রবেশের সময় নৌ-পুলিশের টহল দল দেখতে পেয়ে আতঙ্কে রাসেল নদীতে ঝাঁপ দেন। এ সময় তাঁর সঙ্গে থাকা দুইজন পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান।
পরে নৌ-পুলিশ মানবিক কারণে একজনকে মাছসহ পেলেও কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন ফাঁড়ির কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে ২২ দিনের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় সরকার ঘোষিত জেলেদের জন্য ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। রনগোপালদী ইউনিয়নে মোট ২,২৭০ জন জেলের জন্য বরাদ্দ পাওয়া চাল প্যানেল চেয়ারম্যান মো. অলিউল ইসলাম রুবেলের তত্ত্বাবধানে বিতরণের জন্য ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে হস্তান্তর করা হয়।
রবিবার সকাল ১০টার দিকে প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে রেশিও অনুযায়ী চাল বণ্টন করা হয়। এসময় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোশারেফ হোসেনের কাছে ৩১০ জন জেলের জন্য ২৫ কেজি করে মোট ১৫৫ বস্তা চাল হস্তান্তর করা হয়।


















