মো. বেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার সকাল ১০টায় বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন, দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন সৈকত, বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফোরকান, আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, গছানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবিরুল রশাদ রিন্টুসহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং শারীরিক শিক্ষা শিক্ষকবৃন্দ।
উপজেলা পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ফুটবল, কাবাডি, হ্যান্ডবল ও সাঁতার ইভেন্টে মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী বুধবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।