দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার(১২ অক্টোবর) সকাল দশটার দিকে দিরাই পৌরসভার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস। এসময় স্বাস্থ্য সহকারী সুধা রঞ্জন চৌধুরী বিদ্যালয়ের শিক্ষার্থীদের টাইফয়েড টিকা প্রধান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাসিন্ধু দাস, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নবেন্দু কুমার চৌধুরী, উপজেলা মেডিক্যাল টেকনোলজিস্ট মো. আবুল কালাম, মো. সানজব আলী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ শংকর চন্দ্র দাস বলেন, টাইফয়েড একটি সংক্রামক ব্যাধি, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। শিশুদের এই রোগ থেকে সুরক্ষা দিতে সরকার সারা দেশে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু করেছে। দিরাই উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এ কর্মসূচির আওতায় বিনামূল্যে টিকা পাবে।
তিনি আরও বলেন, টাইফয়েড প্রতিরোধের লক্ষ্যমাত্রা আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। সকল অভিভাবক যেন তাদের সন্তানকে টিকা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত না করেন সেই আহ্বান জানান


















