দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী নৌকার জানালা দিয়ে নদীতে পড়ে নিখোঁজ দেড় বছর বয়সী শিশু তানহার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ৮ টার দিকে দিরাই পৌর শহরের মজলিশপুর গ্রামের পাশে চামটি নদীতে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। দিরাই থানা পুলিশকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। নিহত শিশুর পিতা-মাতা শাল্লা উপজেলার ভাইটগাঁও গ্রামের রহিবুল ইসলাম ও মাজেদা বেগম লাশের পরিচয় শনাক্ত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে দিরাই পৌর শহরের বাজার ব্রিজ এলাকার নৌকাঘাটে শাল্লাগামী একটি ট্রলারে মায়ের পাশ থেকে নৌকার জানালা দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় শিশু তানহা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে দিনভর চেষ্টার পরও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। ঘটনার প্রায় ২৪ ঘন্টা পর রবিবার সকালে মরদেহটি নদীতে ভেসে উঠে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক নিখোঁজ শিশু তানহার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


















