সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক পিতা তার নিজের ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
দিরাই থানার পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি তাঁর প্রথম স্ত্রীর সন্তান ওই কিশোরীর পিতা। দুই বছর বয়সে মেয়েটির মা মারা গেলে সে নানীর কাছে বড় হয়। কয়েক মাস আগে নানীর মৃত্যু হলে মেয়েটি পিতার কাছে এসে ওঠে। অভিযোগ, এই সুযোগে পিতা মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন।
সম্প্রতি কিশোরীটি বিষয়টি আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের জানায়। পরে এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে ধরে পুলিশে দেয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ওসি আরও বলেন, এ ধরনের ঘটনা সমাজের জন্য অত্যন্ত নিন্দনীয়। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী বা অভিযুক্তের ভিডিও প্রচার করাও আইনবিরুদ্ধ।


















