views
🔖
🕒 October 5, 2025 | 9:34 AM
দীর্ঘদিন আত্মগোপনে থাকা আদালতের পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আমির হোসেন কে গ্রেফতার করেছে র্যাব-৮ এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের যৌথ দল।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এসময় স্থানীয় মামুন স্টোর নামের একটি চা দোকান থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী মো. আমির হোসেনকে (পিতা-মো. ইসমাইল খান, সাং-রুহিতা, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা) গ্রেফতার করা হয়।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৮, ভোলা ক্যাম্পের যৌথ অভিযানে নেতৃত্ব দেন স্কোয়াড্রন লিডার রাশেদ ও লেফটেন্যান্ট রিফাত।গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৮।