শারদীয় দুর্গাপূজা-পরবর্তী সময়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক আরও জোরদার করতে স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সভা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। গতকাল (৪ অক্টোবর) শনিবার বিকেলে দক্ষিণ সুরমার জৈনপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, শারদীয় দুর্গাপূজা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সবাই মিলে ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের উৎসবে অংশগ্রহণ করলে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে। অনুষ্ঠানে অধ্যাপক প্রতাপ চৌধুরী, অধ্যাপক দীপু কুমার গোপ, মুন্না গোপ, নান্টু দাস, বিশিষ্ট ব্যাবসায়ী মনোজ তালুকদার, ২৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, বিএনপি নেতা সুমিত দে, ব্যবসায়ী সুজিত ঘোষ উপস্থিত ছিলেন। পরে, পিঠা উৎসবে অতিথিরা নানা রকম ঐতিহ্যবাহী পিঠার স্বাদ গ্রহণ করেন। (বিজ্ঞপ্তি)