বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর দেশ ও সমাজ গড়ে তুলবে, দূর করবে হতাশা, সংকট ও ভয়। মানুষের মনে জাগাবে বিশ্বাস, দেশপ্রেম ও আত্মবিশ্বাস। বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের ভূমিকা অনন্য।
শনিবার দুপুরে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলিম–এইচএসসি কৃতি সংবর্ধনা ও এডমিশন গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুতুব আল ফরহাদ আরও বলেন, দেশকে এগিয়ে নিতে প্রয়োজন একদল মেধাবী, সাহসী ও স্বপ্নবাজ তরুণ, যারা দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করবে। তাদের মূলমন্ত্র হবে শিক্ষা, আর জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় থাকবে তাদের অবাধ বিচরণ।
উপজেলা সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে ও জুমান আহমদ জামিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—আল ইসলাহ ওসমানীনগর উপজেলা সভাপতি মাওলানা এম.এ রব,সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মোবারক,অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ,বাংলাদেশ সেনাবাহিনীর ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সালাম সিদ্দিকী,লতিফিয়া ফুলতলী জামে মসজিদ বার্সেলোনার দায়িত্বশীল নজরুল ইসলাম,ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিজ মুহাম্মদ আজাদ আলী,তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সাবেক সহসভাপতি মাহফুজুর রহমান নোমান,সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম,সহ প্রচার সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার,ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সদস্য সচিব শাফিকুর রহমান শাফি,মাওলানা আখলাকুর রহমান।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।


















