আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নিতে দেশে আসছেন ইতালির নাপলি মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কামাল। তিনি ৪ জানুয়ারি, রোববার ইতালী থেকে দেশের উদ্দ্যেশ্যে রওয়ানা দেবেন। দেশে এসে তিনি সিলেট-৩ আসনে ধানের শীষের প্রার্থী এম এ মালিকের পক্ষে প্রচারণায় অংশ নেয়ার কথা রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। এক প্রতিক্রিয়ায় মহসিন কামাল বলেন, দীর্ঘদিন পর আমি দেশে যাচ্ছি। আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। দীর্ঘদিন পর দলীয় নেতা কর্মীদের সাথে দেখা হবে, ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করবো।
উল্লেখ্য, মহসিন কামালের গ্রামের বাড়ি ফেঞ্চুগঞ্জের কটালপুর পূর্ব পাড়া গ্রামে। তার পিতা হাজী মরহুম আব্দুল মান্নান। মহসিন কামাল দেশে থাকাকালীন সময়ে বিএনপি ও সহযোগী সংগঠনের সাথে সংশ্লিষ্ট ছিলেন।


















