বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “নবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আদলে আমরা দেশ গড়তে চাই। সময় এসেছে সবাইকে একসঙ্গে নিয়ে দেশ গড়ার।”
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনার মঞ্চে বক্তব্যের শুরুতে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ বসবাস করেন। “সবাইকে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ও সহাবস্থানের দেশ গড়তে চাই, বলেন তিনি।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে দেওয়া প্রথম ভাষণে তিনি প্রথমেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, “মহান রব্বুল আলামিনের দোয়ায় আমি আজ মাতৃভূমিতে ফিরে এসেছি।”
এর আগে বৃহস্পতিবার ভোরে লন্ডন থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


















