সারাদেশের মতো পটুয়াখালী সদর উপজেলাতেও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় উপজেলার প্রায় পাঁচ লাখ শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। রবিবার সকালে সদর উপজেলার ডিবুয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজ সন্তানকে টিকা প্রদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফফাত আরা জামান উর্মি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাহিদ আল রাকিব, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম আরিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলামসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
উদ্বোধন শেষে ইউএনও ইফফাত আরা জামান উর্মি বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। এই টিকার মাধ্যমে আমাদের শিশু-কিশোররা এ রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে। সরকারের এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, “নিজ সন্তানকে টিকা দেওয়ার মাধ্যমে আমি অভিভাবকদের কাছে বার্তা দিতে চেয়েছি যে এটি নিরাপদ ও অত্যন্ত প্রয়োজনীয় টিকা। আমাদের সবাইকেই টিকা গ্রহণে উৎসাহিত হতে হবে।” এসময় বক্তারা বলেন, টাইফয়েড থেকে সুরক্ষায় টিকাদান অত্যন্ত কার্যকর ও নিরাপদ পদ্ধতি। তাই প্রত্যেক শিশুকে নির্ধারিত সময়ের মধ্যে টিকা প্রদানের আহ্বান জানান তারা। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


















