পটুয়াখালীতে আরাফাত রহমান কোকো স্মৃতি কালিকাপুর লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় পটুয়াখালী স্টেডিয়ামে সুপার জায়ান্ট বনাম ফজলু মৃধা ট্রাস্টের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সাবেক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাড. তৌফিক আলী খান কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ।
উক্ত ফাইনাল ম্যাচে সুপায় জায়ান্ট দল জয় লাভ করে। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গেস্ট অফ অনার তৌফিক আলী খান কবির বলেন, গত সরকারের আমলে শহরে মাদকের বিস্তৃতি এতটাই বেড়েছিলো যে যুবকরা খেলাধুলা ভুলতে বসেছিলো। আমরা হারিয়ে যাওয়া খেলাগুলোকে আবারও শুরু করবো এবং পটুয়াখালীতে এ সকল আয়োজনে আমি ব্যক্তিগতভাবে পাশে থাকবো।
প্রধান অতিথি মাকসুদ বায়েজিদ পান্না জানান, দেশনেতা তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী যুবকদের ক্রীড়ামূখী করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করবো।
সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ জানান, ছেলেমেয়েদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং শারীরিক ও মানষিক স্বাস্থ্য ঠিক রাখতে আমাদের এ আয়োজন চলমান থাকবে।


















