পটুয়াখালীর পৌর শহরের ডাকঘরের সামনে খালের জায়গায় রাতের আঁধারে নির্মিত একটি ক্লাবঘর ভেঙে দিয়েছে প্রশাসন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলুর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
প্রশাসন জানায়, এটি সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে “বকুলতলা স্টার ক্লাব”-এর সদস্যরা ওই স্থানে টিনশেড ঘর নির্মাণ করেন। তবে একইদিন দুপুরেই ক্লাবঘর রক্ষার দাবিতে শহরে মিছিল ও মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে ক্লাব সদস্যরা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাউফলের সুনাম বৃদ্ধি করেছি। কিন্তু আমাদের স্থায়ী কোনো ক্লাবঘর নেই। তাই নিজেদের টিকিয়ে রাখতে ক্লাবঘর অত্যন্ত জরুরি। ঘরটি না ভাঙার জন্য আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছিলাম।”
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু বলেন, “খবর পেয়ে সকালে সার্ভেয়ারকে দিয়ে তদন্ত করি। তদন্তে নিশ্চিত হই যে, সরকারি খাস জমি দখল করে ক্লাবঘর নির্মাণ করা হয়েছে। পরে নিয়ম অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”