পটুয়াখালীতে প্রায় পাঁচ লাখ শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। জেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে টিকাদান কর্মসূচির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ১৭-সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে অনলাইনে সহজেই রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে এই টিকা, যা সম্পূর্ণ হালাল ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান কর্মসূচি বিষয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া।
ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করবে জেলা স্বাস্থ্য বিভাগ।


















