73 views
🔖
🕒 October 3, 2025 | 4:52 PM
কলাপাড়া অফিসঃ পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থী লামিয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার সহপাঠীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ছোট বালিয়াতলী ইউনিয়নের শিশুপল্লী একাডেমী প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিশুপল্লী একাডেমীর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আয়শা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হিমা, রাসেল ও সজিব বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “লামিয়ার হত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।