“মেধা মননে সুন্দর আগামী”—এ স্লোগানকে সামনে রেখে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং পল্লী প্রগতি সমিতির বাস্তবায়নে লোহালিয়া ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজনে কিশোর ও কিশোরীদের অংশগ্রহণে হ্যান্ডবল, পাঞ্জা লড়াই, দড়ি লাফ, ১০০ মিটার দৌড়, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, একক গান এবং একক নৃত্যের মতো নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৫ শতাধিক কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী প্রগতি সমিতির উপপ্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ এনায়েত মামুন। সভাপতিত্ব করেন লোহালিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ শিউলি আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী প্রগতি সমিতির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী রিয়াজ উদ্দিন।
প্রধান অতিথি মোঃ এনায়েত মামুন বলেন, “পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় বিভিন্ন ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এখানে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা তাদের মেধা ও ক্রীড়া দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে এবং তাদের উৎসাহিত করতে পুরস্কারও প্রদান করা হচ্ছে।”


















