পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শহীদ জিয়া গবেষণা পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঘোষিত এ কমিটিতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামানকে আহ্বায়ক এবং এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ ইকতিয়ার উদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে।
৩১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্ট্যাটিসটিক্স বিভাগের প্রফেসর মোঃ মেহেদী হাসান সিকদার, সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, প্লান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মুহাম্মদ ইকবাল হোসেন, সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সেকশন অফিসার কে. এম. শাহাদাৎ হোসেন মিয়া।
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদের মহানায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। বিশ্ববিদ্যালয় অঙ্গনে নবগঠিত এ কমিটি তাঁর আদর্শকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আহ্বায়ক প্রফেসর বদিউজ্জামান বলেন,
“শহীদ জিয়ার স্বপ্ন ছিল আত্মনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়া। আমরা গবেষণা ও কার্যক্রমের মাধ্যমে সেই স্বপ্নকে এগিয়ে নিতে চাই। এই কমিটি জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী করতে কাজ করবে।”
সদস্যসচিব প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন বলেন,
“শৃঙ্খলা, কর্ম ও দেশপ্রেম ছিল শহীদ জিয়ার মূল দর্শন। আমরা শিক্ষার্থী ও শিক্ষক সমাজের মধ্যে সেই দর্শন জাগ্রত করতে চাই। নবগঠিত আহ্বায়ক কমিটি এ লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”
পবিপ্রবিতে নবগঠিত শহীদ জিয়া গবেষণা পরিষদের আহ্বায়ক কমিটি গবেষণা, শিক্ষা ও জাতীয়তাবাদী চেতনার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।