ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে সহিংসতার মাধ্যমে রাজনীতি করার যুগ শেষ হয়ে গেছে। তার মতে, সাম্প্রতিক গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও তরুণ প্রজন্মের চিন্তাধারায় বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরোনো সংঘাতনির্ভর রাজনীতি পরিত্যাগ করে সম্মান ও গঠনমূলক অংশগ্রহণের ধারায় এগিয়ে যাচ্ছে।
রোববার কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে সমর্থন জানিয়ে আয়োজিত দাঁড়িপাল্লা গণমিছিল শেষে তিনি এসব মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম বলেন, জুলাই–আগস্টের আন্দোলনের পর আশা ছিল দেশে রাজনৈতিক আচরণে বড় পরিবর্তন আসবে। কিন্তু এখনও কিছু ব্যক্তি ও গোষ্ঠীর আচরণে সেই পরিবর্তনের প্রতিফলন দেখা যায় না। তার ভাষ্য, অতীতে যারা সহিংস রাজনীতি করেছে, এখন তারাই সেই ধারা বজায় রাখার চেষ্টা করছে—যা দেশের জনগণ আর গ্রহণ করবে না।
তিনি আরও জানান, দেশে খুন, গুম, হামলা কিংবা দুর্নীতিনির্ভর কোনো রাজনীতি টিকবে না। সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতিই ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে। তার মতে, যারা গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে স্বৈরাচারবিরোধী লড়াই করেছে, তারাই নতুন বাংলাদেশ গঠনে মুখ্য ভূমিকা রাখবে।


















