সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির (পিআর) নামে জাতীয় নির্বাচন ‘ভণ্ডুলের ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় তিনি বলেন, ‘কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ করছে ষড়যন্ত্র। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে অনৈক্য দেখা দিলে ফ্যাসিস্টরা সুযোগ নেবে।’
আমান উল্লাহ আমান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও নাশকতার পেছনেও তাঁর হাত রয়েছে। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আমান বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে-ইনশাল্লাহ সেই নির্বাচন হবেই। যারা নির্বাচন বানচাল করতে চাইবে, জনগণ তাদের রুখে দেবে।’
জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্র্যাটিক লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদ। সভায় সংগঠনের আহ্বায়ক ফরিদ উদ্দিন সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব খোকন চন্দ্র দাস সঞ্চালনা করেন।


















