ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সিলেটে আসা দুই কিশোরীকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের একজন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলথপুর এলাকার কলেজছাত্রী এবং অন্যজন খুলনার ডুমুরিয়া উপজেলার খৈয়া বাজার এলাকার স্কুলছাত্রী। বাড়ি থেকে বের হয়ে তারা ঢাকায় মিলিত হয় এবং পরে সেখান থেকে সিলেটের কোম্পানীগঞ্জে আসে।
শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ স্থানীয় এলাকা থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি রবিবার (৩০ নভেম্বর) সকালে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। নিজেদের সিদ্ধান্তে তারা ঢাকা হয়ে সিলেটের কোম্পানীগঞ্জে আসে এবং সাদাপাথর এলাকার একটি রিসোর্টে এক রাত অবস্থান করে। পরে বাসা ভাড়া নেওয়ার উদ্দেশ্যে থানাবাজার এলাকায় ঘোরাঘুরি করলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দিলে পুলিশ দুই কিশোরীকে হেফাজতে নেয়।
তল্লাশিতে তাদের কাছ থেকে ১ লাখ টাকার বেশি নগদ অর্থ এবং চার ধরনের সোনার গহনা জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
ওসি রতন শেখ বলেন, “দুই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বজনরা সিলেটের পথে রয়েছেন। অভিভাবকদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


















