স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে সিলেটের গোয়াইনঘাটের বগাইয়া গ্রামে”আমার গ্রাম আমার শহর “পাইলট গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ দিন ব্যাপী গৃহস্থালি আয়বর্ধক গাভী পালন ও গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুর আড়াই টায় উপজেলার বগাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে বগাইয়া গ্রামের ৩০ জন নারী ও পুরুষ প্রশিক্ষণার্থীর হাতে সনদ, ব্যাগ ও বই এবং সম্মনীসহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়েছে।
বগাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কোর্স সমন্বয়ক উত্তম কুমার রায় এর সমন্বয়ে অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশ গ্রহণ করেন প্রকল্প সমন্বয়ক ও সহকারী পরিচালক আবু নাসের মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি অফিসের সার্ভেয়ার মোছা: সুমাইয়া খান মিম, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ- সম্পাদক মোঃ আজিজুর রহমান। অনুষ্ঠিত ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণে কোর্স সমন্বয়ক হিসেবে সেশন পরিচালনা করেছেন গোয়াইনঘাট উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়।
৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণে যা শিখানো হয়েছে, গরু নির্বাচন ও পরিচর্যা গরু মোটাতাজাকরণের জন্য উপযুক্ত জাত ও তার পরিচর্যা সম্পর্কে জানানো হয়েছে। গরুর জন্য সঠিক ও স্বাস্থ্যকর আবাসন তৈরির নিয়মাবলি ও গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সঠিক ও পুষ্টিকর খাদ্য সরবরাহ যেমন শক্তি ও প্রোটিন সমৃদ্ধ খাবার, খড় ও ঘাস কিভাবে দিতে হয় তা শেখানো হয়েছে। পশুর রোগ ও তার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের আত্মকর্মসংস্থানের জন্য উদবুধ করা এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করা ছিল এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।

উল্লেখ্য গত (১৮ অক্টোবর) শনিবার সকাল ১১ টা উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন হয়। সিলেটের বিআরডিবি উপ-পরিচালক মরিয়ম দিলসাদ মনির সভাপতিত্বে ভার্চুয়ালী প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রকল্প উপদেষ্টা ড. কাজী আনোয়ারুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়াল উপস্থিত হন সিনিয়র সহকারী প্রকৌশলী আবিনাস হোসনেয়ারা, প্রকল্প সমন্বয়ক ও সহকারী পরিচালক আবু নাসের মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও ৫ দিন ব্যাপী সেশন পরিচালনা করেছেন বিআরডিবি যুগ্ম পরিচালক মো: সাজেদুল ইসলাম, উপ পরিচালক (পরিকল্পনা) মো: জিয়াউল হাসান।
এছাড়াও ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের ধাপে ধাপে সেশন পরিচালনা করেছেন সিলেট জেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ মো: মিজানুর রহমান মিয়া, গোয়াইনঘাট উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জামাল খান, জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. হাসিন আহমেদ চৌধুরী ও সিলেট জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর এস. এম. ইমরোজ এরশাদ।


















