কুয়াকাটা অফিসঃ “বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি” প্রকল্পের আওতায় পটুয়াখালীর কলাপাড়ায় ১৭ কিশোরী হাতে পেল তাদের সঞ্চয়ের তিনগুণ অর্থের চেক।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রশাসক ডা. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী কিশোরীদের হাতে চেক তুলে দেন।
এসময় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ জন এবং কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ জন কিশোরীর মাঝে মোট ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়।
পরে কলাপাড়ায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দ্বিতীয় পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১০০ জন কিশোরীর অংশগ্রহণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান খান এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহবুবা বেগম।
এছাড়া উপস্থিত ছিলেন বিআরডিবি ইউসিসিএ লিমিটেড কলাপাড়ার সভাপতি ফোরকান হোসেন তালুকদার, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) মো. নেছার উদ্দিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বানীকান্ত সিকদার ও সভাপতি মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদেক। প্রশিক্ষণ শেষে ১৮ বছর পূর্ণ হওয়া কিশোরীদের প্রণোদনা ও চেক প্রদান করা হয়।