“জমি চাষের ডক্টর, সোনালী ট্রাক্টর”, এই স্লোগানকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দিতে ইউনিয়নে এসিআই মটরস কোম্পানির আয়োজনে সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার আনফরের ভাঙ্গা ১০ নং মাঠে এসিআই মটরসের ট্রাক্টরের মালিক ও ড্রাইভারদেরকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত সভায় টেরিটোরি ম্যানেজার রায়হান শরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসিআই মটরসের সিনিয়র আরএসএম ইফতেখার হোসাইন।এছাড়াও উপস্থিত ছিলেন রিকভারি এসিস্ট্যান্ট ম্যানেজার জাভেদ হাসান,এরিয়া হেড ইমদাদুল হক, সার্ভিস ম্যানেজার উজ্জ্বল, ট্রাক্টর ডিলার হাজি আব্দুল মান্নান, জমির উদ্দিন।
অনুষ্ঠানে কাস্টোমার ড্রাইভার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও অংশ গ্রহণ করেন।
দিনব্যাপী এ মেলায় ট্রাক্টরের ফ্রী সার্ভিস, রেজিষ্ট্রেশন বুথ,বিক্রয় অনুসন্ধান বুথ,মেলায় আসা ট্রাক্টরের মালিক ও ড্রাইভারদের ফ্রী স্বাস্থ্য চেক-আপ ছাড়াও কাস্টোমারদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, ফান এবং এক্সপেরিয়েন্স জোনসহ বিভিন্ন আয়োজন ছিল।
এই মেলায় সোনালীকা ট্রাক্টর বিক্রয় সহ পুরাতন ট্রাক্টরগুলো বিনামূল্যে মেরামত করা হয়। পাশাপাশি এসিআই মটরসের যন্ত্রণাংশ, কৃষিকাজে ব্যবহৃত সোনালী ট্রাক্টর এবং ড্রামট্রাক ফটো প্রদর্শন করা হয়।
পরে বিভিন্ন খেলাধুলায় অংশ গ্রহণকরী বিজয়ী ও শেরা উদ্যেগক্তাদের ও এসিআই মটরসের সেরা গ্রহক এবং সেরা কিস্তিদাতাদের অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়।


















