আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। টুর্নামেন্টের প্রোডাকশন ও সম্প্রচার ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি)। তাদের তত্ত্বাবধানেই গড়ে উঠছে এবারের ধারাভাষ্যকারদের দল।
বিসিবি ইতোমধ্যে একে একে ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করতে শুরু করেছে। কয়েকদিন আগে সমন্বয় ঘোষ ও পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করা হয়। নতুন সংযোজন হিসেবে এবার যুক্ত হলো ইংল্যান্ডের সাবেক পেসার ড্যারেন গফের নাম।
১৯৯৪ থেকে ২০০৬ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা গফ টেস্টে ৫৮ ম্যাচে ২২৯ এবং ওয়ানডেতে ১৫৯ ম্যাচে ২৩৫ উইকেট শিকার করেন। লেট সুইং ও ধারাভাষ্যপূর্ণ গতির বোলিংয়ের জন্য ক্যারিয়ারে বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি। অবসরের পর দীর্ঘদিন ধরে ক্রিকেট বিশ্লেষক, ধারাভাষ্যকার এবং কোচিংয়ের সঙ্গেও যুক্ত আছেন।
এবারের বিপিএলে বিদেশি ধারাভাষ্যকারদের পাশাপাশি বাংলাদেশ থেকেও থাকছেন পরিচিত কয়েকজন কণ্ঠ—আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার উদ্দিন অমি এবং সমন্বয় ঘোষ।


















