সিলেট-২(বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার সমর্থনে কামালপুর গ্রামবাসীর উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৮টায় কামালপুর গ্রামের মোঃ আছাব আলী সাহেবের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ আছাব আলী। সভা সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন ও ছাত্রদল নেতা শেখ নাঈম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মাহবুব আলী জহির,বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, , পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক আলা উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাদক শেখ হারুন রশীদ, উপজেলা যুবদলের সদস্য সাইদুর রহমান রাজু, স্বেচ্ছাসেবকদল নেতা হেলাল উদ্দিন, শ্রমিকদল নেতা আনসার মিয়া, উপজেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান ও যুবদল নেতা আমির উদ্দিন।
এছাড়াও আরও বক্তব্য রাখেন তাজুল ইসলাম, ইছাক আলী, ইসমত আলী, আব্দুর রব, সায়েদুর রহমান সাঈদ, সোনা মিয়া, শেখ ফারুক, আব্দুল আলী, সিতাব আলী, লিয়াকত, মনফর, ইসমত ও শামীম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, এম. ইলিয়াস আলী এমপি নির্বাচিত হওয়ার পর মাত্র পাঁচ বছরে এ জনপদে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেন। সেই উন্নয়নের ধারাবাহিকতায় আজও মানুষের হৃদয়ে তাঁর নাম অমলিন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর সহধর্মিণী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ম্যাডামকে সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে তারা বদ্ধপরিকর।
বক্তারা আরও বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে ”
তাঁরা সব ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে এলাকায় ঐক্য ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল খালিক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজু।


















